খাগড়াছড়ির সীমান্ত দিয়ে পুশ ইন আসন্ন কোরবানির চামড়া, গবাদি পশু পাচার রোধে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ।
বৃহস্পতিবার( ৫ জুন)জোন সদর দপ্তরে পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে ২৩ বিজিবির যামিনীপাড়া জোন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খালিদ ইবনে হোসেন।
তিনি বলেন, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অবৈধভাবে বাংলাদেশে ‘পুশ-ইন’ করার চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে বর্ডার গার্ডের ( বিজিবি) পক্ষ থেকে লিখিত ও মৌখিক প্রতিবাদ জানানো হয়েছে এবং একাধিকবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ঈদুল আজহা উপলক্ষে ভারত থেকে গবাদি পশু ও কোরবানির চামড়া পাচার রোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
জোন অধিনায়ক বলেন, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ ও চোরাচালান রোধে নজরদারি জোরদার করা হয়েছে।
এদিকে, রামগড়-ফটিকছড়ি সীমান্তেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ৪৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম।
তিনি সকালে সীমান্ত এলাকার বিভিন্ন টহল ফাঁড়ি পরিদর্শন শেষে জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।