রাজধানীর খিলখেতে এলাকায় রবিবার মধ্যরাতে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহতের কথা জানিয়েছে র্যাব।
নিহত মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টুর (৩৪) বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে বলেও জানায় র্যাব।
সিনিয়র সহকারী পুলিশ সুপার ও র্যাব-১ কোম্পানি কমান্ডার মো. কামরুজ্জামানের ভাষ্য, পিংক সিটির ওপর পাশে মাদক ব্যবসায়ীরা জড়ো হয়েছে বলে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দিবাগত রাতে সোয়া ১টার দিকে র্যাবের একটি দল সেখানে অভিযানে যায়। উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র্যাবের ওপর গুলি চালালে বন্দুকযুদ্ধের ঘটনায় ঘটে। এসময় গুলিবিদ্ধ মিজানুরকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বন্দুকযুদ্ধের ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছে দাবি করে র্যাব কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি শটগান, একটি স্যুটার হান ও ৯৯৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।