বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা সংকটের কারণে খোলা (কার্ব) বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১২৪ টাকা ছাড়িয়েছে।
মানি এক্সচেঞ্জার ও ব্যক্তি পর্যায়ের ডলার ব্যবসায়ীরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় সম্প্রতি দাম বেড়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিভিন্ন মানি চেঞ্জার হাউজে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ইন্টারনেট বন্ধ এবং কারফিউয়ের কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে একদিনের ব্যবধানে মার্কিন ডলারের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। এখন খোলা বাজারে এক ডলার কিনতে গ্রাহকদের ১২৪ টাকা থেকে ১২৪ টাকা থেকে ১২৪ টাকা ৪০ পয়সা পর্যন্ত দিতে হচ্ছে।
গত রবি ও সোমবার (২৮ ও ২৯ জুলাই) কার্ব মার্কেটে ডলার বিক্রি হয়েছে ১২১ থেকে ১২২ টাকায়।
আরও পড়ুন: জুলাইয়ে ২৪ দিনে দেশে ঢুকেছে ১৫০ কোটি ডলার রেমিট্যান্স
তবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই পর্যন্ত ১৮৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে গত ৮ মে 'ক্রলিং পেগ' চালুর পর থেকে ডলারের দর বাড়ে ৭ টাকা এবং সর্বোচ্চ দর ১১৭ টাকা নির্ধারণ করা হয়। ফলে দুই মাসের বেশি সময় ডলারের দর ১১৭ থেকে ১১৮ টাকায় স্থিতিশীল রয়েছে। এখন আবার ডলারের দর বাড়তে শুরু করেছে।
এদিকে রিজার্ভের ওপর চাপ কমাতে বেশি দামে রেমিট্যান্স আনার মৌখিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।