খুচরা বাজার
খুচরা বাজারে ডলারের দাম ১২৪ টাকা ছাড়াল
বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা সংকটের কারণে খোলা (কার্ব) বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে ১২৪ টাকা ছাড়িয়েছে।
মানি এক্সচেঞ্জার ও ব্যক্তি পর্যায়ের ডলার ব্যবসায়ীরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় সম্প্রতি দাম বেড়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) রাজধানীর মতিঝিল দিলকুশা এলাকায় বিভিন্ন মানি চেঞ্জার হাউজে খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
সম্প্রতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে ইন্টারনেট বন্ধ এবং কারফিউয়ের কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে একদিনের ব্যবধানে মার্কিন ডলারের দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা। এখন খোলা বাজারে এক ডলার কিনতে গ্রাহকদের ১২৪ টাকা থেকে ১২৪ টাকা থেকে ১২৪ টাকা ৪০ পয়সা পর্যন্ত দিতে হচ্ছে।
গত রবি ও সোমবার (২৮ ও ২৯ জুলাই) কার্ব মার্কেটে ডলার বিক্রি হয়েছে ১২১ থেকে ১২২ টাকায়।আরও পড়ুন: জুলাইয়ে ২৪ দিনে দেশে ঢুকেছে ১৫০ কোটি ডলার রেমিট্যান্স
তবে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ২৯ জুলাই পর্যন্ত ১৮৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।
বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরাতে গত ৮ মে 'ক্রলিং পেগ' চালুর পর থেকে ডলারের দর বাড়ে ৭ টাকা এবং সর্বোচ্চ দর ১১৭ টাকা নির্ধারণ করা হয়। ফলে দুই মাসের বেশি সময় ডলারের দর ১১৭ থেকে ১১৮ টাকায় স্থিতিশীল রয়েছে। এখন আবার ডলারের দর বাড়তে শুরু করেছে।
এদিকে রিজার্ভের ওপর চাপ কমাতে বেশি দামে রেমিট্যান্স আনার মৌখিক নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
আরও পড়ুন: রেমিট্যান্সে ডলার মূল্য বেড়ে ১১৯ টাকা ৪০ পয়সা
৪ মাস আগে
মানিকগঞ্জে তরমুজ বাজারে অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা
মানিকগঞ্জে তরমুজের দাম নিয়ন্ত্রণে রাখতে পাইকারি আড়ত ও খুচরা বাজারে অভিযান করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার মানিকগঞ্জ সদরের ভাটবাউর ও জাগীর ধলেশ্বরী পাইকারি আড়ত এবং বাসস্ট্যান্ড কাঁচা বাজারে অভিযান চালিয়ে পিস হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা দেন। এ সময় পিস হিসেবে তরমুজের মূল্য তালিকা প্রদর্শন না করে দামে কারসাজি করার অপরাধে ৩ জন ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: খুলনায় লবণাক্ত এলাকায় তরমুজের বাম্পার ফলন
অভিযান পরিচালনা করে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোশাররফ হোসেন, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব) মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপসহ ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: অসময়ে তরমুজ চাষে ভাগ্যবদল রূপসার ২০ চাষির
ক্যাব সাধারণ সম্পাদক সামছুন্নবী তুলিপ বলেন, সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও চাহিদা বাড়ায় গত কয়েকদিন ধরে তরমুজের ঊর্ধ্বমুখী দাম ও ভোক্তাদের অভিযোগ উঠে আসছিল। এ নিয়ে ফেসবুকে বিভিন্নভাবে প্রসাশেনের সহযোগিতা চেয়ে আসছিলেন। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসক এস এম ফেরদৌস এর নির্দেশনায় জেলা ভোক্তা সংরক্ষন অধিদপ্তর জেলার ভাটবাউর ও জাগীর পাইকারি আড়ত এবং বাসস্ট্যান্ডে ফলের দোকানে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আরও পড়ুন:ঘেরের পানির ওপর মাচায় ঝুলছে রসালো তরমুজ
মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, ক্ষেতের মালিকানা হাতবদল ও অতিরিক্ত চাহিদা তরমুজের মূল্য ঊর্ধ্বমুখী হবার অন্যতম কারণ। জেলায় কেজি হিসেবে নয় পিচ হিসেবে তরমুজ বিক্রির নির্দেশনা দেয়া হয়েছে। কেউ এর ব্যাতিক্রম করলে অভিযোগ পাওয়া মাত্র তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
৩ বছর আগে
খুলনার কোথাও সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না আলু
খুলনার বাজারে আলু মান ভেদে বিক্রি হচ্ছে কেজি প্রতি ৪০ থেকে ৪৫ টাকা দরে। জেলার কোথাও সরকার নির্ধারিত ৩৫ টাকা কেজিতে পণ্যটি বিক্রি হচ্ছে না।
৪ বছর আগে