খুলনায় দুই মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১৬ জুন) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী। তবে রায় ঘোষণার সময়ে সাজাপ্রাপ্ত ওই দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, দৌলতপুর থানার বণিকপাড়া খানাবাড়ির বাসিন্দা জাহাঙ্গীর হোসেনের ছেলে মো. নুরুল ইসলাম সুমন এবং খানজাহান আলী থানার মিরেরডাঙ্গা রঙ মিল সংলগ্ন সাগর ভিলার বাসিন্দা শেখ আশরাফুল ইসলামের ছেলে জুয়েল মাহমুদ সাগর।
পড়ুন: অর্থপাচার মামলা : পাপিয়ার কারাদণ্ড, খালাস পেলেন স্বামীসহ ৪ জন
আদালতের সূত্র জানায়, ২০১৫ সালের ৩০ জুলাই রাত ১১টা ১০ মিনিটের দিকে গোয়ালখালী কবরস্থানের সামনে চেকপোস্টে ৪০ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করে খুলনার খালিশপুর থানার পুলিশ।
এ ঘটনায় ওইদিন রাতে খালিশপুর থানার উপপরিদর্শক মতিউর রহমান বাদী হয়ে ওই দুই মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা করেন। একই বছরের ২৪ আগস্ট তদন্ত কর্মকর্তা এসআই মো. আনোয়র হোসেন তাদের দুইজন আসামি করে আদালতে অভিযোগ পত্র দাখিল করেন।