হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্যবরণ করেছেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুন রেজা।
শুক্রবার (২০ মে) রাত পৌনে ১০টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে মৃতু্যবরণ করেন তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব হওয়ায় তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার পরিবারের সদস্যরা জানান, সাংবাদিক মামুন রেজার প্রথম জানাজা শুক্রবার রাত ১২টার দিকে জাতিসংঘ শিশুপার্কের পাশে আল হেরা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। আজ (শনিবার) দুপুরে দিঘলিয়া উপজেলার গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।
সাংবাদিক মামুন রেজা সমকালের খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টোয়েন্টিফোরের খুলনার আঞ্চলিক প্রধান প্রতিবেদক ছিলেন। তিনি চার বার খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। এ ছাড়া খুলনা সাংবাদিক ইউনিয়নের দুবারের সাবেক সভাপতিও ছিলেন তিনি।