ফেনীতে বড় ভাইয়ের হত্যা মামলায় ছোট ভাইকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার দুপুরে আসামির উপস্থিতিতে ফেনীর জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি নিজাম উদ্দিন (৫৫) এবং মৃত জহিরুল হক (৬০) ফেনীর দাগনভূঁঞা উপজেলার সাপুয়া গ্রামের মৃত নুরুল হক মিয়ার ছেলে।
আরও পড়ুন: মাদক মামলায় বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল
আদালত সূত্র জানায়, ২০১৯ সালের ২৬ মার্চ সকালে ফেনীর দাগনভূঁঞার সাপুয়া গ্রামের একটি চায়ের দোকানে পারিবারিক বিরোধের জের ধরে বড় ভাই জহিরুল হকের সঙ্গে ছোট ভাই নিজাম উদ্দিনের পারিবারিক বিষয়াদি নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই নিজাম উদ্দিন ক্ষিপ্ত হয়ে দোকানে কড়াইয়ের মধ্যে থাকা গরম তেল বড় ভাইকে ছুঁড়ে মারেন। এতে তার শরীরের বুক ও মুখমন্ডলী ঝলসে যান। স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করেন। পরদিন আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য জহিরুল হককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ এপ্রিল সন্ধ্যায় মারা যান জহির।
আরও পড়ুন: যাবজ্জীবন মানে ৩০ বছর সাজা: আপিল বিভাগ
এ ঘটনায় তার স্ত্রী ফাতেমা আক্তার বাদী হয়ে ৪ এপ্রিল নিজাম উদ্দিনকে আসামি করে দাগনভূঁঞা থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর আসামি নিজাম উদ্দিন গ্রেপ্তার হন এবং এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দি দেন।
ফেনীর আদালতের সরকারি কৌসুলী (পিপি) হাফেজ আহম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, নিহত জহিরুল হক জহিরের স্ত্রী ফাতেমা আক্তার জানান, এ রায়ে তিনি সন্তুষ্ট নন, তিনি উচ্চ আদালতে আপিল করবেন।