গাজীপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার শ্রীপুর ও টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারে এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগ আলী ফ্লাইওভারের ওপর দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটো দুমড়েমুচড়ে যায়। এতে দুই বাসের চালক সহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে। আহতদের নাম ও ঠিকানা বিস্তারিত জানা যায়নি।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবীবুর রহমান বলেন, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন অবস্থা আশঙ্কাজনক।
এদিকে, শ্রীপুরে পিকআপ ভ্যান চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।