গ্রিসের উত্তরাঞ্চলের লারিশা শহরের কাছে গত মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাতে যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহতদের একজন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা মো. ইদ্রিস (৩১) বলে জানা গেছে।
শুক্রবার (৩ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে তার দুই বন্ধু জামিল ও বাচ্চু বাংলাদেশে ইদ্রিসের পরিবারকে এ তথ্য জানায়।
তারা জানান, ডিএনএ টেস্টের মাধ্যমে ইদ্রিসের লাশ শনাক্ত করা হয়েছে।
নিহত মো. ইদ্রিস হাটহাজারী উপজেলার ৮ নং মেখল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড এলাকার মৃত সাহেব মিয়ার ছেলে। গ্রিসে বেশ কয়েকবছর ধরেই ব্যবসা করছিলেন ইদ্রিস।
আরও পড়ুন: গ্রিসে ২ ট্রেনের সংঘর্ষে নিহত ২৯, আহত ৮৫
ইদ্রিসের ছোট ভাই মো. ইলিয়াছ বলেন, ‘ডিএনএ টেস্টের মাধ্যমে গত শুক্রবার রাতে নিশ্চিত হওয়া যায় বড় ভাই ইদ্রিস মারা গেছেন।
দুর্ঘটনায় ট্রেনে ইদ্রিস যেই বগিতে ছিলেন সেটিতে আগুন ধরে যায়। আগুনে তার শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়। তাই ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ শনাক্ত করতে হয়েছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার গভীর রাতে দেশটির লারিসা শহরের কাছে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৫৭ জন নিহতের খবর পাওয়া গেছে।