ঘূর্ণিঝড় মিধিলি'র প্রভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স শুক্রবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত সারা দেশে দুর্যোগপ্রবণ ৫১টি স্থানে সড়ক থেকে পড়ে থাকা গাছ সরিয়েছে।
এর মধ্যে ঢাকা বিভাগের বিভিন্ন এলাকায় ৪টি, চট্টগ্রাম বিভাগে ২৬টি এবং বরিশাল বিভাগে ২১টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা (মিডিয়া সেল) শাহজাহান শিকদার।
তিনি বলেন, স্থানীয় ফায়ার স্টেশনগুলো এসব গাছ সরিয়ে সড়কগুলোকে যান চলাচলের উপযোগী করে তুলেছে।
আরও পড়ুন: ঘূর্ণিঝড় মিধিলি: চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কায় মাইকিং
ঘূর্ণিঝড় মিধিলি: উপকূলবর্তী ফায়ার স্টেশনগুলোতে উচ্চ সতর্কতা জারি