নোয়াখালীর সুবর্ণচরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ঘরের ওপর গাছ চাপা পড়ে এক বছর বয়সী এক শিশু কন্যার মুত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন শিশুটির মা।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের পূর্বচরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম স্নেহা(১)। সে হাবিবিয়া গ্রামের এডভোকেট আব্দুল্লাহ ও আমেনা দম্পতির মেয়ে।
আরও পড়ুন: সিত্রাংয়ে ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত: প্রতিমন্ত্রী
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত শিশুর মা আমেনা বেগম (২৫) আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
ওসি আরও বলেন, সোমবার রাতের খাবার খেয়ে শিশু স্নেহাকে সঙ্গে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ভারী বাতাসে বসত ঘরের পাশে থাকা একটি গাছ ঘরের ওপর উপড়ে পড়ে তাদেরকে চাপা দেয়। এ ঘটনায় ঘটনাস্থলে মারা যায় স্নেহা।
পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন করা হচ্ছে।
নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বলেন, নিহত শিশুর পরিবারকে আর্থিক সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: সিত্রাংয়ের প্রভাবে সাগরে ড্রেজারডুবি: ৮ শ্রমিকের লাশ উদ্ধার
ঘূর্ণিঝড় সিত্রাং: ওসমানী বিমানবন্দরে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ