চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত কর্ণফুলী ইপিজেডে (কেইপিজেড) একটি কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১১ জুলাই) বিকাল ৩টার দিকে ইপিজেডের ভিতরে জ্যান্ট এক্সেসরিজ নামে একটি কারখানায় আগুন লাগে। আর আগুন নিয়ন্ত্রণে আসে বাকিাল সাড়ে ৪টার দিকে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
পড়ুন: গাজীপুরে আগুনে পুড়ল ১৬ দোকান
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর মোজাম্মেল বলেন, কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সবশেষ ফায়ার সার্ভিস এর কন্ট্রোল রুম জানায়, কেইপিজেডে আগুন লাগার খবর পেয়ে বিভিন্ন স্টেশন থেকে ৮টি ইউনিট আগুন নির্বাপণে কাজ করছে। তবে বিকাল সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।