চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় হেঁটে খাল পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর নানী ও নাতির লাশ উদ্ধার হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে ইছামতী নদীর রাঙ্গুনিয়ার দক্ষিণ খন্ডলিয়া পাড়া থেকে নাতিকে এবং সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পারুয়া সৈয়দনগর থেকে নানীর লাশ উদ্ধার হয়।
নিখোঁজ নানী রোকেয়া বেগম (৫০) ওই এলাকার আবদুল জলীলের স্ত্রী। তার নাতি ইসমাঈল (১০) পার্বত্য এলাকার মাইনী বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। ইসমাঈল নানার বাড়িতে থাকত।
স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালবুক্কা গ্রামের খালের পাড়ে রোকেয়া বেগমের খামার আছে। খামারে পালিত গরুকে কুকুর আক্রমণ করেছে খবর পেয়ে নাতি ও এক প্রতিবেশিকে নিয়ে সেখানে যাচ্ছিলেন তিনি। তীব্র বৃষ্টির মধ্যেই শিয়ালবুক্কা খাল পায়ে হেঁটে পার হওয়ার সময় পাহাড়ি ঢলের কবলে পড়েন তারা। প্রতিবেশি রক্ষা পেলেও নানী-নাতি ভেসে যায়।
ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, দুজন ডুবুরির সাহায্যে উদ্ধার অভিযান চালিয়েও প্রথমদিনে নিখোঁজদের উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিন মঙ্গলবার বিকালে শিয়ালবুক্কা খালের সঙ্গে সংযুক্ত ইছামতী নদী থেকে তাদের দুজনের লাশ উদ্ধার হয়।