দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় চট্টগ্রামের ১৫টি সংসদীয় আসনে টহল শুরু করেছে ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য।
তবে শুধু উপকূলীয় এলাকায় বিজিবির বদলে টহলের জন্য মোতায়েন করা হয়েছে কোস্ট গার্ড।
শনিবার (৩০ ডিসেম্বর) ভোরে থেকে সন্দ্বীপে কোস্ট গার্ড এবং শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি।
এদিকে শনিবার দুপুরে চট্টগ্রামে জিইসি কনভেনশন সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারই অংশ হিসেবে চট্টগ্রাম রিজিয়নে ১৭৭ প্লাটুন বিজিবির সদস্য দায়িত্বে নিয়োজিত আছে।
তিনি বলেন, নির্বাচনে ভোট গণনার সময়ও যদি আইনশৃঙ্খলার অবনতি হয় সেখানেও আমাদের সদস্যরা দায়িত্ব পালন করবে।