চট্টগ্রামে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে শারদ মেলা সিজন-১২।
নগরীর জামালখানে রয়েল আর্কেড ক্লাবে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে চট্টগ্রামের রূপচর্চা শেখার প্রতিষ্ঠান রূপাস বিউটি পার্লার ও কুইনস।
সোমবার (১০ অক্টোবর) হয়ে এ মেলা চলবে বুধবার (১২ অক্টোবর) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে খোলা থাকবে স্টলগুলো।
লাভলি লেডিস গ্রুপের সৌজন্যে অনুষ্ঠিত এই মেলায় থাকছে ৫০টি স্টল। স্বনামধন্য বিউটিশিয়ানদের রূপচর্চাবিষয়ক উপস্থাপনা, রূপচর্চা সম্পর্কিত সব ধরনের প্রসাধনী, রূপচর্চা বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র, বিউটি পার্লারের স্টল প্রদর্শনী ও হরেক রকমের অফার থাকছে স্টলগুলোতে।
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এই শারদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
তিনি বলেন, অনেক প্রতিকূলতার মাঝে নারীকে কাজ করে নিজেদের এগিয়ে যেতে হয়। নারী তার মেধা ও শ্রম দিয়ে যুগে যুগে সভ্যতার অগ্রগতি এবং দেশ, জাতি, সমাজ ও পরিবারের উন্নয়নে সমানতালে অবদান রেখে চলেছেন। নারীদের এগিয়ে চলার সাহস থাকতে হবে, হতে হবে স্বাবলম্বী হওয়ার অভিপ্রায়।
উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন রুবায়েদ ইয়াসমীন, লাভলী লেডিস গ্রুপের স্বত্তাধিকারী লুৎফুন্নেসা রুম্পা, সুরাইয়া রাঈসা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ওসমান গনি।