চট্টগ্রাম শাহ আমানত আন্তজাতিক বিমানবন্দরে তুষার নাগীন দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তারা। এ সময় তার কাছ থেকে ৯৮১ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে বলে দাবি কলেন তারা।
সোমবার (২১ আগস্ট) সকালে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা ও কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন।
আরও পড়ুন: শাহ আমানত বিমানবন্দরে ৬৩.১৭ লাখ টাকার স্বর্ণ জব্দ
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সকালে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি ১৫২) একটি ফ্লাইটে করে চট্টগ্রামে আসেন ওই যাত্রী। সেখান থেকে তার ঢাকায় যাওয়ার কথা ছিল। গোপন সংবাদ থাকায় ওই ব্যক্তির ব্যাগ ও দেহ তল্লাশি করে গেঞ্জিতে পেস্ট আকারে লুকানো স্বর্ণগুলো জব্দ করা হয়।
বিমানবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার আহসান উল্লাহ বলেন, আজ সকালে স্বর্ণসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তিনি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এসেছেন। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।