চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্তার ঘটনায় অভিযুক্ত চার জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তাররা হলেন- নোয়াখালীর আমির হোসেনের ছেলে মোহাম্মদ আজিম (২৩), চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে নুর হোসেন ওরফে শাওন (২২), ফেনী জেলার বেলায়েত হোসেনের ছেলে নুরুল আবছার ওরফে বাবু (২২) এবং ঝালকাঠি জেলার আ.মান্নানের ছেলে মাসুদ রানা (২২)।
শনিবার সকালে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল হাটহাজার ও রাউজান উপজেলায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে তাদের আটক করে।
আরও পড়ুন: চবি শিক্ষার্থীর ওপর হামলা: কয়েকজন যুবককে শনাক্ত করা হয়েছে দাবি ভিসির
র্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করেছে।
রবিবার রাত ১০টার দিকে এক ছাত্রী তার বন্ধুর সঙ্গে ক্যাম্পাসের প্রীতিলতা হল থেকে বোটানিক্যাল গার্ডেনে যাওয়ার সময় পাঁচ যুবক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারা ঘটনাটি ভিডিওতে ধারণ করে তা ভাইরাল করার হুমকিও দেয়। পরে দুই শিক্ষার্থীর মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় হাটহাজারী থানায় অভিযোগ দায়ের করা হলেও বিষয়টি খতিয়ে দেখতে ইতোমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন: চবিতে ছাত্রী হেনস্তার প্রতিবাদে রাতভর বিক্ষোভ
এদিকে, ওই ছাত্রীর বিচারের দাবিতে বুধবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এই সময় তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের রাত ১০টার মধ্যে ক্যাম্পাসে ফিরে যাওয়ার নির্দেশের বিরুদ্ধেও বিক্ষোভ করে।