শনিবার রাত ৮টার দিকে ঢাকার ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ অধ্যাপক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন চবি’র ব্যবসায় প্রশাসন অনুষদের অধ্যাপক এস এম সালামত উল্ল্যা ভূঁইয়া।
তিনি বলেন, `লাশ ঢাকা থেকে আনা হচ্ছে।স্যারের করোনা হয়েছিল। পরে করোনা নেগেটিভ হলেও করোনা থেকে তার পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। করোনা সংক্রমণের কারণে যে অক্সিজেন স্যাচুরেশান ফল্ করেছিল, এটা আর ইম্প্রুভ হয়নি।’
তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
রবিবার জোহরের নামাজের পর চট্টগ্রামের জামিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে এ জে এম নূরুদ্দীন চৌধুরীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, অধ্যাপক এ জে এম নূরুদ্দীন চৌধুরী ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম. (অনার্স), ১৯৭০ সালে একই প্রতিষ্ঠান থেকে এম.কম. এবং ১৯৭৭ সালে ডরহাম বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজে এমএসসি সম্পন্ন করেন। ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত চবি’র উপাচার্যের দায়িত্ব পালন করেন তিনি।