চলমান তাপপ্রবাহ পরিস্থিতির কারণে অনলাইনে ক্লাস নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।
রবিবার (২১ এপ্রিল) ঢাবির জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, ‘দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস অনলাইনে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা যথারীতি চলবে।’
স্বাস্থ্যঝুঁকি কমাতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সাদা বা হালকা রঙের সুতি পোশাক পরতে, ছায়ার নিচে থাকতে, ক্যাপ বা ছাতা ব্যবহার করতে, বাইরে যাওয়ার সময় পানি ও স্যালাইন সঙ্গে রাখতে এবং চা বা কফি পান না করার পরামর্শ দিয়েছে।
আরও পড়ুন: তীব্র তাপপ্রবাহে ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে স্কুল-কলেজ
তাপপ্রবাহ: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অ্যাসেম্বলি বন্ধের নির্দেশ