চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে ঠেলে পাঠানো (পুশ-ইন) নারী শিশুসহ ১৭জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
মঙ্গলবার (২৭ মে) ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের বাংলাদেশে পুশইন করে।
আটকদের বিকালে গোমস্তাপুর থানায় হস্তাতর করেছে বিজিবি। ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বিকাল সোয়া ৪টায় বিষয়টি নিশ্চিত করেছেন।
১৬ বিজিাবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে বিভিন্ন সীমান্ত দিয়ে বিএসএফ ভারত থেকে পুশ-ইন করা ১৭জনকে আটক করে বিভিন্ন বিজিবি ক্যাম্পের টহলরত বিজিবি সদস্যরা।
আরও পড়ুন: হবিগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে ভারত থেকে পুশ-ইন
আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী, ৬ ছেলে শিশু ও ৩ মেয়ে শিশু রয়েছে। তাদের কাছে থাকা আইডি কার্ড দেখে বাংলাদেশি নাগরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা কুড়িগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন। ১১ বছর আগে তারা ভারতে যায় কাজ করতে। সেখানে তারা ইটভাটায় কাজ করতেন।
আটকদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইস উদ্দিন জানান, বিকাল ৩টার দিকে আটকদের থানায় হস্তান্তর করেছে বিজিবি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।