চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ চারজনকে আটকের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও একটি মাইক্রোবাস জব্দ করা হয় বলে জানায় র্যাব-৫।
আটক ব্যক্তিরা হলেন- রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিমভাঙা এলাকার ইসাহাক আলী (৩০), জনি ইসলাম (২২), ফারুক হোসেন (৩৭) ও অপরজন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার জাকির হোসেন(৩৫)।
শনিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আরও পড়ুন: নভেম্বরে ১৩৪ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কোম্পানি কমান্ডার লেফট্যানেন্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুরের সালামপুর এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ চার অবৈধ ‘অস্ত্র ব্যবসায়ীকে’ আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রোবাসও জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গোদাগাড়ী থেকে সীমান্ত এলাকায় এসে এসব আগ্নেয়াস্ত্র কিনে তাদের কাছে রাখার কথা স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ৫ কোটি টাকার স্বর্ণ জব্দ, আটক ১২
ব্রাজিলের পতাকাবাহী অটোরিকশায় ৫৭ বোতল বিদেশি মদ জব্দ, গ্রেপ্তার ২