চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর হিরুপাড়ায় ট্রেনের ধাক্কায় ট্রাক্টরচালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৪টার দিকে স্টেশন থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন রহনপুর স্টেশন মাস্টার আল মামুন।
নিহত চালক আবুল কাশেম উপজেলার নুনগোলা এলাকার নুর মোহাম্মদের ছেলে।
স্টেশন মাস্টার আল মামুন বলেন, ‘রাজশাহী থেকে ছেড়ে আসা রহনপুর কমিউটার ট্রেনটি রহনপুর স্টেশনের দিকে আসার সময় একটি ট্রাক্টর রেললাইন পার হতে গিয়ে আটকে যায়। এ সময় ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের চালক নিহত হন। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে।’
রহনপুর রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) আইনাল হক বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’