চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে কোবেদ আলী (৫০) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ রবিউল ইসলাম এই দণ্ডাদেশ প্রদান করেন।
আসামি কোবেদ আলী জেলার ভোলাহাট উপজেলার মধ্যখড়কপুর এলাকার মৃত সুলতান আলীর ছেলে। আদেশের সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে পাবলিক প্রসিকিউটর (পিপি) রবিউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৯ সালের জুলাই মাসের ৮ তারিখ দুপুরে পারিবারিক কলহের জেরে কুবেদ আলী নিজ বাড়িতে তার স্ত্রী আয়েশা বেগমের গলায় হাসুয়া দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হয় তার স্ত্রী আয়েশা বেগম। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়ার পথে মারা যান আয়েশা বেগম।
এ ঘটনায় ভোলাহাট থানায় কোবেদ আলীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহত আয়েশার ভাই মো. মুসলিম।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভোলাহাট থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) রাজু আহম্মেদ ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ইউএনবি/এএস/টিএইচ