চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা শাহবাগ মোড় অবরোধ করেছে। ফলে শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে শাহবাগ মোড় সংলগ্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের শ্রমিকরা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সেখানে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
অনেক বাসযাত্রীকে বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে দেখা গেছে।
আরও পড়ুন: মিরপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
বিক্ষোভকারীদের অভিযোগ, কর্মক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন এবং চাকরি হারানোর ভয়ে রয়েছেন তারা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কার্যকর কোনো ব্যবস্থা না নিলে আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দেন তারা।
সহকারী কমিশনার (ট্রাফিক) মেহেদী হাসান শাকিল জানান, সকাল সাড়ে ১০টার দিকে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং কর্মীরা রাস্তায় নেমে আসেন।
তারা শেরাটন মোড়, মৎস্য ভবন ও কাটাবন হয়ে যানবাহন চলাচল সহজ করার চেষ্টা করছেন।
পরবর্তী অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে দুটি কারখানায় শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ