কোরবানির পশুর চামড়া পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান রোধ এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ জুন) দুপুরে আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপির আওতাধীন আনারপুর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'ঈদ পরবর্তী সময়ে সীমান্ত দিয়ে ভারত থেকে পশুর চামড়া পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান রোধ এবং বিএসএফের পুশইন প্রতিহত করতে বিজিবিকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।'
তিনি আরও জানান, সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।
জাব্বার আহমেদ বলেন, 'স্থানীয় জনসাধারণ ও বিজিবির তৎপরতার কারণে এ পর্যন্ত এ সীমান্ত দিয়ে কোনো পুশইনের ঘটনা ঘটেনি।'
তিনি জানান, গত এক মাসে ২৫ বিজিবি প্রায় ৯ কোটি ৩৬ লাখ টাকার মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান পণ্য জব্দ করেছে। এসব অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।
এদিকে, ৬০ বিজিবির পক্ষ থেকেও একই ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।