নিহত ‘মাদক ব্যবসায়ী’ জসিম মন্ডল নতুন পাড়া গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে।
৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল কামরুল হাসানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ বিজিবির একটি দল সীমান্তবর্তী নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ২৩ বোতল ফেনসিডিলসহ জসিম মন্ডলকে আটক করে। পরে তার দেয়া তথ্যে সোমবার ভোর রাতে তাকে নিয়ে সদরপাড়া গ্রামের ভেদভেদিয়া মাঠে গেলে সংঘবদ্ধ ৮/১০ জন ‘মাদক ব্যবসায়ী’ বিজিবির ওপর হামলা চালায়। এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা দুই বিজিবি সদস্যকে আহত করে জসিমকে ছিনিয়ে নিলে গুলিবিনিময় হয়। গোলাগুলি শেষে জসিমের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়।
পরে ঘটনাস্থল থেকে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও দেশীয় অস্ত্র-শস্ত্রও উদ্ধার করার কথাও জানিয়েছে বিজিবি।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় বিজিবির নতুনপাড়া বিওপির নায়েব সুবেদার হামিদুল ইসলাম অজ্ঞাতনামা মাদক ব্যবসায়ীদের নামে একটি মামলা দায়ের করেছেন।