দেশের ছাতক, সুনামগঞ্জ ও মোহনগঞ্জ এলাকায় রেললাইন বসানোর অনুরোধ জানিয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে চিঠি লিখেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ.কে. আব্দুল মোমেন।
আরও পড়ুন: ৯৯৯ এ কল: রেলওয়ে স্টাফ কোয়ার্টার থেকে অজগর উদ্ধার
সম্প্রতি সুনামগঞ্জ জেলার পাঁচজন সাংসদ রেলমন্ত্রীর নিকট রেল সংযোগের প্রয়োজনীয়তা উল্লেখ করে রেললাইন বসানোর দাবি জানিয়ে চিঠি লেখেন। এরই ধারাবাহিকতায়, তাদের সমর্থন জানিয়ে সিলেটের একজন সংসদ সদস্য হিসেবে রেলমন্ত্রীর কাছে চিঠি লিখলেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।
আরও পড়ুন: নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন: দুই হাজার যাত্রীর বিপরীতে ৮০টি আসন!
চিঠিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পাঁচজন সাংসদের রেললাইন স্থাপনের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। আমি তাদের দাবির সাথে একমত।’
সরকারের এক উর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানান, সাংসদদের দাবিকে সমর্থন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ছাতক সদরের দোয়ারা বাজার, সুনামগঞ্জ সদর হয়ে মোহনগঞ্জ পর্যন্ত রেললাইন বসানোর আহ্বান জানান।