বাংলাদেশের সঙ্গে বিদ্যমান জনশক্তি সহযোগিতা বৃদ্ধি, বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং অবৈধ অভিবাসন ও পাচার রোধে দুটি সমঝোতা স্মারক সইয়ের আগ্রহ প্রকাশ করেছে ওমান।
ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন বিভাগের প্রধান রাষ্ট্রদূত ড. সুলাইমান সৌদ আল জাবরির নেতৃত্বে ওমান সরকারের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের আট সদস্যের একটি প্রতিনিধিদল ১১ থেকে ১৪ অক্টোবর বাংলাদেশ সফর করছেন।
প্রতিনিধিদলে ওমান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা রয়েছেন।
বৃহস্পতিবার(১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন প্রতিনিধি দলটি।
পররাষ্ট্র সচিব প্রতিনিধি দলকে নিরাপদ অভিবাসন এবং অবৈধ পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বিষয়ে প্রধানমন্ত্রীর অঙ্গীকার সম্পর্কে জানান।
আরও পড়ুন: চলতি মাসে ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী: মোমেন