জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শিক্ষার্থীদের বিকাল ৪টার মধ্যে হলত্যাগের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চললেও বন্ধ থাকবে সব শিক্ষা কার্যক্রম।
বুধবার (১৭ জুলাই) উপাচার্যের কনফারেন্স রুমে এক জরুরি সিন্ডিকেটে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান তিনি।
উপাচার্য বলেন, ‘বুধবার বিকাল ৪টার মধ্যে ছাত্রীদের হলত্যাগ করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রম চলবে।’
এদিকে হলত্যাগের নির্দেশ পাওয়ার পরপরই হলের সামনে বিক্ষোভ শুরু করেছে ছাত্রীরা।
'প্রশাসনের সিদ্ধান্ত মানি না', 'হল কারও বাবার না', 'হল আমাদের বাড়ি, আমরা এখান থেকে যাব না' ইত্যাদি স্লোগান দিতে থাকে তারা।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ দীপিকা রানী সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'এই মুহূর্তে কথা বলতে পারছি না। মেয়েরা নেমে আসছে। তারা হল থেকে যেতে হতে চায় না। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
এর আগে মঙ্গলবার (১৬ জুলাই) রাতে ইউজিসি এক অফিস আদেশে জানায়, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত মোতাবেক দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং ও অন্যান্য কলেজসহ সব কলেজের শিক্ষা কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।’
এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আবাসিক হল ত্যাগের নির্দেশনা দিয়ে নিরাপদ আবাসস্থলে অবস্থানের নির্দেশনা দিতে বলা হয়।