বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে শিক্ষকদের ব্যক্তিগত প্রোফাইল তথ্য হালনাগাদের দাবিতে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) হিউম্যান রাইটস সোসাইটি।
রবিবার (১ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিমের কাছে স্মারকলিপি দেন তারা।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে অধিকাংশ শিক্ষকের প্রোফাইলে প্রয়োজনীয় তথ্য—শিক্ষাগত যোগ্যতা, গবেষণা, প্রকাশনা ও একাডেমিক অভিজ্ঞতা সংক্রান্ত তথ্য অনুপস্থিত। অনেক শিক্ষক ছবিও যোগ করেননি।
তারা আরও বলেন, ‘এতে বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা, একাডেমিক দায়বদ্ধতা ও আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব পড়ছে। টাইমস হায়ার এডুকেশন, কিউএস র্যাংকিং, ওয়েবোমেট্রিক্সসহ বিভিন্ন সংস্থা ওয়েবসাইটের তথ্যকে গুরুত্ব দেয়। শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের তথ্যের অভাবে প্রতিষ্ঠান মানদণ্ডে পিছিয়ে পড়ছে।’
স্মারকলিপিতে চার দাবি উত্থাপন করা হয়—বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে নির্ধারিত সময়সীমার মধ্যে প্রোফাইল পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া, আইসিটি সেলের মাধ্যমে কারিগরি সহায়তা ইউনিট গঠন করে তথ্য আপলোডে সহায়তা করা, বিভাগভিত্তিক মনিটরিং কমিটি গঠন করে তথ্য হালনাগাদের অগ্রগতি পর্যবেক্ষণ এবং প্রোফাইল হালনাগাদ না করলে প্রশাসনিক পদক্ষেপের সুস্পষ্ট নীতিমালা প্রয়োগ।
স্মারকলিপি জমা দেওয়ার সময় হিউম্যান রাইটস সোসাইটির সাধারণ সম্পাদক জুনায়েদ মাসুদ, কার্যনির্বাহী সদস্যবৃন্দ—আব্দুল্লাহ আল ফারুক, কাজি আহাদ ও উম্মে হাবিবা উপস্থিত ছিলেন।