উপকূলীয় এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার জলবায়ু সহনশীল ফসলের উন্নয়নে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সচিবালয়ে অস্ট্রেলিয়ান সেন্টার ফর ইন্টারন্যাশনাল এগ্রিকালচারাল রিসার্চের (এসিআইএআর) দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. প্রতিভা সিং -এর সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এ কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রজেক্ট লিডার ড. মৃন্ময় গুহ নেওগি।
আরও পড়ুন: বাকৃবিতে এনএসটির অর্থায়নে বিটরুট গবেষণায় দ্বিগুণ ফলন
মন্ত্রী সাবের এসিআইএআর-এর সহযোগিতাকে স্বাগত জানিয়ে বলেন, যেখানে প্রচলিত ফসল নষ্ট হয় সেখানেও লবণ সহিষ্ণু ফসল অতি প্রয়োজনীয় খাদ্য ও আয়ের যোগান দিতে পারে।
তিনি আরও বলেন, লবণাক্ততা সহনশীল গম ও ডাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষকদের জন্য উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে।
সিং বলেন, এসিআইএআর জলবায়ু-সহনশীল ফসলের গবেষণা ও উন্নয়নে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা চ্যালেঞ্জিং পরিবেশে সাফল্য অর্জন করতে পারে।
তারা এসব প্রযুক্তির উন্নয়ন ও প্রসারে বাংলাদেশি অংশীদারদের সঙ্গে কাজ করতেও প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।
সভায় লবণাক্ততার অনুপ্রবেশে ক্ষতিগ্রস্ত উপকূলীয় অঞ্চলের কৃষকদের খাদ্য নিরাপত্তা ও জীবিকা উন্নয়নের উপায় অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনায় কৃষকের জমিতে লবণ সহিষ্ণু গম ও ডাল উৎপাদনে আরও গবেষণা ও ব্যাপক কার্যক্রমের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
পরে পরিবেশমন্ত্রীর সঙ্গে দেখা করেন নয়া দিল্লিভিত্তিক গবেষণা সংস্থা 'স্বানিতি ইনিশিয়েটিভ'-এর ট্রাস্টি উমা ভট্টাচার্য।
আরও পড়ুন: উৎপাদন বাড়াতে পাট চাষিদের সাড়ে ৭ কোটি টাকা প্রণোদনা দেবে সরকার