বাংলাদেশ ও ডেনমার্কের পারস্পরিক সুবিধার্থে জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোগত উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
বৃহস্পতিবার এক ফোনালাপে দু’দেশের প্রধানমন্ত্রী এ ঐক্যমত্যে পৌঁছান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে বিকাল সাড়ে ৩টায় ডেনিস প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন।
ফোনালাপের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
ব্যবসা-বাণিজ্যের মতো পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসঙ্গে কাজ করতে দু’দেশের প্রধানমন্ত্রী তাদের আগ্রহ প্রকাশ করেন।
দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ও কনিষ্ঠ প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মেটে ফ্রেডেরিকসেনকে অভিনন্দন জানান শেখ হাসিনা।