ইউক্রেন পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) গৃহীত সর্বশেষ প্রস্তাবের পক্ষে ভোট দানে বিরত থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া।
জাতিসংঘে নিযুক্ত মস্কোর স্থায়ী দূত ভ্যাসিলি নেবেনজিয়ার বরাত দিয়ে শুক্রবার ঢাকার রুশ দূতাবাস এক টুইট বার্তায় জানিয়েছে, ইউএনজিএ'র অ-বাধ্যতামূলক ‘রাশিয়া বিরোধী’ প্রস্তাব বিশ্বকে ইউক্রেন সংঘাতের অবসানের কাছাকাছি নিয়ে আসবে না।
বার্তায় আরও বলা হয়, ‘বিরত থাকার জন্য বাংলাদেশকে ধন্যবাদ।’
আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধ বন্ধে জাতিসংঘে প্রস্তাব পাশ: বাংলাদেশসহ ৩২টি দেশ ভোট দেয়নি
জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে ইউক্রেন ছেড়ে যাওয়ার দাবি জানানোর প্রস্তাব গৃহীত হয়।
বাংলাদেশ, ভারত, চীন, ইরান, পাকিস্তান ও শ্রীলঙ্গাসহ ৩২টি দেশ ভোটদানে বিরত থাকে এবং রাশিয়াসহ সাতটি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।
মোট ১৪১টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে।
আরও পড়ুন: প্রতি ২ মিনিটে একজন নারী গর্ভাবস্থা বা প্রসবকালীন জটিলতায় মারা যায়: জাতিসংঘ