আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাশকতামূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট কোনো হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
তিনি বলেন, ভোট দেওয়া জনগণের গণতান্ত্রিক অধিকার এবং ভোট দেওয়া থেকে বিরত থাকাও একটি গণতান্ত্রিক অধিকার। কিন্তু ভোটদানে বাধা দেওয়া গণতান্ত্রিক অধিকার নয় এবং জনগণকে ভোট দিতে বাধা দেওয়ার সঙ্গে জড়িতদের প্রতিহত করা নাগরিকদের সাংবিধানিক দায়িত্বের অংশ।
ডিএমপি সদর দপ্তরে ঢাকা মহানগরের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, কেউ যেন ভোটাধিকার প্রয়োগে বাধা দিতে না পারে বা নিরুৎসাহিত করতে না পারে সেজন্য এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কাউন্সিলররা বলেন, নিজ নিজ এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আগ্রহী এবং তারা বিশ্বাস করেন জনগণ ভোট দিতে আসবে।
ডিএমপি কমিশনার বলেন, কাউন্সিলররা কিছু রাজনৈতিক দলের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।
এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার ড. মহিদ উদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।