বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতীয় বিদ্যুৎ গ্রিড বিপর্যয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামী দুই দিনের মধ্যে ব্যবস্থা নেবে বিদ্যুৎ বিভাগ।
শনিবার কেরানীগঞ্জে তার নির্বাচনী এলাকায় এক জনসভা শেষে এ কথা বলেন তিনি।
গত ৬ অক্টোবরের জাতীয় গ্রিড ব্যর্থতার কারণ চিহ্নিত করতে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে। ওইদিন বাংলাদেশের বেশিরভাগ অংশে সাত ঘণ্টার ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছিল।
তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে তিন দিন সময় দেয়া হয়েছিল। এ প্রসঙ্গে নসরুল হামিদ বলেন, বিদ্যুৎ বিভাগ এখনও লিখিত তদন্ত প্রতিবেদন পায়নি।তিনি আরও বলেন, ‘আমাদের জানানো হয়েছিল যে গ্রিড ব্যর্থতা একটি ব্যবস্থাপনা সংক্রান্ত ত্রুটি ছিল।’প্রতিমন্ত্রী বলেন, তারা বিদ্যুৎ বিভাগকে এর পেছনের নাম প্রস্তাব করতে বলেছে। ‘আমরা তাদের সব বন্ধ করে বিভাগীয় ব্যবস্থা নেব।’
দেশে জ্বালানি আমদানির জন্য ব্রুনাইয়ের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি হবে বলেও আশা প্রকাশ করেন নসরুল হামিদ। ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ এখন বাংলাদেশে।