বুধবার সকাল ১০টায় কুড়িগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক হারুন আর রশিদ।
এ সময় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মিঠু, শিক্ষক নেতা নয়ন আহম্মেদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, করোনাকালীন সময়ে প্রায় ৫ হাজার শিক্ষক সরকারি কোনো প্রকার সহায়তা না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছেন।
এসময় শিক্ষকরা ২০১৮ সালের জনবল কাঠামো সংশোধন ও পর্যালোচনা কমিটিতে পর্যান্ত তথ্য ও উপাত্ত না দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন আর রশিদ দায়িত্বহীনতা ও সহযোগিতা না করায় ভিসির পদত্যাগ দাবি করেন।
বক্তারা জানান, ইতোপূর্বে প্রতিষ্ঠানসমূহগুলোকে ৩ হাজার থেকে ১০ হাজার টাকা সম্মানি দিলেও বর্তমানে তা বন্ধ রয়েছে। ৫ হাজার শিক্ষকের পরিবার পরিজনের কথা বিবেচনা করে এ বিষয়ে শিগগিরই সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।