জাতীয় শোক দিবসের আগে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মোহা: শফিকুল ইসলাম।
শনিবার ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি দেখে সাংবাদিকদের সাথে আলাপকালে ডিএমপি প্রধান বলেন, ‘যদিও ১৫ আগস্টের আগে কোনও নিরাপত্তা হুমকি নেই, তারপরও আমরা কোনও সম্ভাবনাকে উড়িয়ে দিতে পারি না।’
আরও পড়ুনঃ শোক দিবসে বিটিভির অনুষ্ঠান ‘যদি রাত পোহালে শোনা যেত’
শফিকুল ইসলাম বলেন, ‘১৫ আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন এবং আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার জন্য জঙ্গিরা যদি অনুষ্ঠানস্থলে হামলা চালাতে ব্যর্থ হয় তাহলে অনুষ্ঠানস্থলের দুই কিলোমিটার এলাকায় নাশকতামূলক কার্যক্রম চালানোর চেষ্টা করতে পারে। তবে আমরা মনে করি এ রকম কোনো ঘটনা ঘটবে না।’
‘জঙ্গিরা এখন সাইবার ওয়ার্ল্ডে কার্যক্রম পরিচালনার জন্য তৎপর রয়েছে। এর মাধ্যমে তারা লোক সংগ্রহ করছে এবং এটি ব্যবহার করতে উৎসাহিত করছে। সম্প্রতি কিছু জঙ্গি সংস্থা সাইবার ওয়ার্ল্ড এর মাধ্যমে আফগানিস্তানে তালেবানদের হয়ে যুদ্ধ করার জন্য লোকজনদের আহ্বান জানাচ্ছে এবং কিছু লোক তাদের আহ্বানে সাড়া দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছে,’ বলেন শফিকুল।
আরও পড়ুনঃ শোক দিবসে আ’লীগের দুই গ্রুপের কর্মসূচি নিয়ে নাটোরে উত্তেজনা
রবিবার সারা দেশে জাতীয় শোক দিবস পালন করা হবে। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়েছিল।
সরকার, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠন, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো দিবসটি পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।