বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েব-ই-আমিরের জানাজায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ব্যাপক জনসমাগমের ঘটনায় রবিবার তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর।
বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বেড়তলা গ্রামে সামাজিক দূরত্ব মেনে চলার সরকারি নির্দেশনা অমান্য করে জানাজায় লোকসমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় শনিবার রাতে সরাইল থানার ওসি শাহাদত হোসেন টিটুকে প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, শনিবার সকালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ খেলাফত মজলিশের সিনিয়র নায়েবে আমীর মাওলানা জুবায়ের আহমদ আনসারীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় তার প্রতিষ্ঠিত সরাইলের জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় অনুষ্ঠেয় এ নামাজে জানাজায় প্রায় লাখো মানুষ অংশ নেন।