বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সম্পর্ক আরও শক্তিশালী করতে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
সফররত জাপানের ব্যবসায়ী প্রতিনিধিদলকে তিনি বলেন, ‘জাপান বাংলাদেশের অত্যন্ত ভালো ও বিশ্বস্ত বন্ধু। 'বাংলাদেশে অন্বেষণের বিশাল সুযোগ রয়েছে।’
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে ঢাকা ক্লাবে সফররত জাপানি প্রতিনিধিদলের সম্মানে এক নৈশভোজের আয়োজন করা হয়।
স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হতে চায় এবং আরও অবকাঠামো উন্নয়নে কাজ করার বিপুল সম্ভাবনা রয়েছে।
বিনিয়োগকারীরা বাংলাদেশে পর্যাপ্ত কর্মী পাবেন এবং দেশে বিনিয়োগের পরিবেশ খুব ভালো থাকবে উল্লেখ করে তিনি বলেন, ‘বিদেশি বিনিয়োগকারীদেরকে সব ধরনের সুযোগ-সুবিধা দিচ্ছে বাংলাদেশ।’
জাপানকে বিশ্বস্ত বন্ধু আখ্যায়িত করে শ্যামল দত্ত বলেন, জাপানিরা নির্ধারিত সময়ের আগেই তাদের প্রকল্প শেষ করে।
তিনি বলেন, বাংলাদেশ উন্নয়নের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়নের অংশীদার জাপান।
আরও পড়ুন: সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস
এর আগে জাপানের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিওর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ২৫ থেকে ২৮ এপ্রিল জাপান সফর করেছেন।
সফরকালে গত ২৬ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শীর্ষ বৈঠক করেন প্রধানমন্ত্রী কিশিদা।
দুই প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ঐতিহ্যবাহী ও পরীক্ষিত বন্ধুত্বের মাধ্যমে পরিচালিত। দুই দেশ ২০১৪ সালে প্রতিষ্ঠিত ‘বিস্তৃত অংশীদারিত্বের’ ভিত্তিতে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
উল্লেখ্য, দুই দেশ ২০২২ সালে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদযাপন করেছে। অভিন্ন মূল্যবোধ এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে দ্বিপক্ষীয় সম্পর্ক বৃদ্ধিতে তারা আগামী ৫০ বছর এবং তার পরেও দুই দেশের যাত্রাকে নেতৃত্ব দেওয়ার জন্য একটি নির্দেশক নীতি হিসেবে দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন: ডিএনসিসি মেয়রের সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ