সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পর্যটন কেন্দ্রের পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে জাফলং জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত ইমন আহমদ (২১) সিলেট নগরীর সুবিদবাজারের হাজিপাড়ার নীলাচল ৩৭ নম্বর বাসার স্বপন মিয়ার ছেলে।
আরও পড়ুন: সাঙ্গু নদীতে ডুবে পর্যটকের মৃত্যু, ভাইবোন নিখোঁজ
নিহতের ভাই সুমন আহমদ বলেন, ইমন বন্ধুদের সঙ্গে জাফলং বেড়াতে যায়। সাঁতার কাটতে গিয়ে সে পানিতে ডুবে গেলে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে নগরীর রাগিব রাবেয়া হাসপাতালে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: হিমছড়ি পাহাড়ের সিঁড়ি থেকে পড়ে শিশু পর্যটকের মৃত্যু
জাফলং ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, ইমনসহ ১২ জন যুবক ঘুরতে আসেন। তারা জাফলং জিরো পয়েন্টে নদীতে সাঁতার কাটতে গেলে ইমন তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বিকাল সাড়ে ৩টার দিকে নৌকার মাঝি জামরুদের সহযোগিতায় তাকে উদ্ধার করি। তখনো তার পালস ছিল। তাকে পার্শ্ববর্তী জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এরপর তার অবস্থা সম্পর্কে কিছু বলতে পারবো না।
আরও পড়ুন: কক্সবাজারে হোটেলের ৮তলা থেকে পড়ে পর্যটকের মৃত্যু
তবে মারা যাওয়ার বিষয়ে খোঁজ নিচ্ছেন বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।