২৪’র ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের উপর নারকীয় হামলার ঘটনায় জাবি শাখা ছাত্রলীগের ১৭২ জন নেতাকর্মী এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে মামলা করেছে জাবি শাখা ছাত্রদল।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে আশুলিয়া থানায় জাবি শাখা ছাত্রদলের পক্ষে মামলাটি করেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ফেরদৌস রহমান।
মামলায় ১ নম্বর আসামি করা হয় জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান সোহেল এবং ২ নম্বর আসামি করা হয় সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটনকে।
এছাড়াও সহ-সভাপতি এনামুল হক এনাম, সহ-সভাপতি জোবায়ের রহমান, রতন বিশ্বাস, অভিষেক মন্ডল, মিজান, যুগ্ম-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, আরমান খান যুব, বিপ্লব হোসেন, আর রাফি চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক চিন্ময় সরকার, ফরহাদ হোসেন, মেহেদী জয়সহ ১৭২ জনকে আসামি করা হয়।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়, গতবছর জুলাই-আগষ্ট বিপ্লবে ১৪ থেকে ১৭ জুলাই আন্দোলনরত শিক্ষার্থীদের উপর নারকীয় তাণ্ডব চালায় জাবি শাখা ছাত্রলীগ। সিসিটিভি ক্যামেরা এবং শিক্ষার্থীদের ধারণ করা ভিডিও ও তথ্যের ভিত্তিতে অপরাধীদের শনাক্ত করা হয়। এর আগে বার বার জাবি প্রশাসনের কাছে দাবি জানানো হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হয়েছে। শিক্ষার্থীদের দাবির যথার্থতা বুঝতে পেরে জাবি শাখা ছাত্রদলের পক্ষ থেকে ছাত্রলীগের ১৭২ জন নেতাকর্মীসহ অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: জাকসু নির্বাচন আগামী ২১ মের মধ্যেই অনুষ্ঠিত হবে: জাবি উপাচার্য
এ বিষয়ে জানতে চাইলে জাবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শিক্ষার্থী নির্যাতন বিষয়ক তথ্য-প্রমাণ সংগ্রহ সেলের প্রধান মো. আফফান আলী বলেন, গত বছর জুলাই বিপ্লবে একটি ন্যায়সঙ্গত আন্দোলনে সাধারণ শিক্ষার্থীসহ সাংবাদিকদের উপর শাখা ছাত্রলীগ, বহিরাগত সন্ত্রাসী এবং প্রশাসনের সম্মিলিত হামলায় রক্তাক্ত হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। হামলাকারী এইসব সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে জাবি শাখা ছাত্রদল আপোষহীন। এজন্যই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়। আমরা আশা করি আমাদের সঙ্গে অন্যান্যরাও এসে শরীক হবেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম সিদ্দিকী জানান, ছাত্রলীগের বিরুদ্ধে জাবি শাখা ছাত্রদল একটি মামলা দায়ের করেছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্ত করে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের জাবি শাখার নেতাসহ একাধিক শিক্ষার্থী মামলা করতে এসেছিলেন। কিন্তু কারো মামলা গ্রহণ করা হয়নি।
বিষয়টি স্বীকার করে তিনি সাংবাদিকদের জানান, কিছু সীমাবদ্ধতার কারণে তখন আমরা মামলা গ্রহণ করতে পারিনি, তবে এখন থেকে সবার মামলা গ্রহণ করা হবে।
এর আগে গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রথমবারের মতো জাবিতে একসঙ্গে বিক্ষোভ মিছিল করেছে জাবি শাখা ছাত্রদল এবং শাখা শিবিরের নেতারা।
উল্লেখ্য, ইতোপূর্বে জাকসু নির্বাচন কেন্দ্রীয় জাবি প্রশাসনের সঙ্গে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের মতবিনিময় সভা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে শিবির নেতারা উপস্থিত থাকায় শাখা ছাত্রদল সভাগুলো বর্জন করেছিল।