তাদের জামিন আবেদনের শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন।
জামিন আবেদনকারী চার আসামি হলেন-মোহাম্মদ জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন ও মো. শামশাদ হোসেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার।
পরে খুরশীদ আলম সরকার জানান, মানি লন্ডারিংয়ের অভিযোগে দুদকের করা একটি মামলায় জি কে শামীমের চার দেহরক্ষীকৈ কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। চার সপ্তাহের মধ্যে দুদকসহ সংশ্লিষ্টদেরকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত বছরের ২০ সেপ্টেম্বর রাজধানীর গুলশানের নিকেতনে অভিযান চালিয়ে যুবলীগ নেতা শামীমসহ তার সাত দেহরক্ষীকে গ্রেপ্তার করে র্যাব। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র, অবৈধ সম্পদ, মানি লন্ডারিং ও মাদকের পৃথক মামলা দায়ের করা হয়।