প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ আফ্রিকার আর্থিক জেলা স্যান্ডটনে অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দুই দেশের মধ্যে আরও সহযোগিতার বিষয়ে আলোচনা শুরু করেছেন।
বুধবার হিলটন হোটেলে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার পর (বাংলাদেশ সময় সাড়ে ১০টা) এই বৈঠক শুরু হয়।
২০১৬ সালের ১৪ অক্টোবরের পর থেকে দুই নেতা দ্বিতীয়বারের মতো বৈঠক করলেন। এর আগে প্রেসিডেন্ট শি তার বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী হাসিনার সঙ্গে বৈঠক করেছিলেন।
আজকের বৈঠকে চীনের নেতার সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার গুরুত্ব, বর্ধিত বাণিজ্য ও বিনিয়োগ এবং ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে বাংলাদেশ আলোচনা করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সঙ্গে থাকা কর্মকর্তারা।
আরও পড়ুন: গণতন্ত্রের ধারাবাহিকতায় বাংলাদেশের অগ্রগতি হয়েছে : প্রধানমন্ত্রী শেখ হাসিনা