শেষ মুহূর্তের চ্যালেঞ্জ এড়াতে ভিসা আবেদনকারীদের সতর্ক থাকতে এবং আগেভাগে ভিসার জন্য আবেদন করার আহ্বান জানিয়েছে বিশ্বের সরকার ও কূটনৈতিক মিশনগুলোর জন্য বিশ্বের বৃহত্তম ভিসা আউটসোর্সিং ও প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল।
অনেক ভুয়া ওয়েবসাইট এবং সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট/পেইজ অর্থের বিনিময়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার দাবি করছে। এমনকি আবেদনকারীদের প্রতারিত করতে ভিএফএস গ্লোবালের নাম ব্যবহার করছে। ইতোমধ্যে এগুলোর বিরুদ্ধে রিপোর্ট করেছে ভিএফএস গ্লোবাল।
বুধবার এক বিবৃতিতে ভিএফএস গ্লোবাল বলেছে, 'একটি দায়িত্বশীল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে আমরা এর বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি অব্যাহত রেখেছি।’
আরও পড়ুন: আয়ারল্যান্ডের মন্ত্রীকে ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
বিভিন্ন দেশের সরকারের বিশ্বস্ত অংশীদার হিসেবে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, ভিসা আবেদন প্রক্রিয়ায় তারা সবার আগে প্রশাসনিক দাপ্তরিক কাজগুলো পরিচালনা করে।
এর মধ্যে রয়েছে সরকার প্রদত্ত চেকলিস্ট অনুযায়ী আবেদনপত্র ও ডকুমেন্টেশন সংগ্রহ করা, প্রযোজ্য ক্ষেত্রে বায়োমেট্রিক্স তালিকাভুক্ত করা এবং দূতাবাস বা কনস্যুলেটের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া শেষে পাসপোর্টের নিরাপদ ফেরত নিশ্চিত করা।
বিবৃতিতে বলা হয়, ভিএফএস গ্লোবাল অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা নিয়ন্ত্রণ করে না। এগুলো আমরা যেসব সরকারকে সেবা দিচ্ছি সেসব সরকার দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা, বাধ্যতামূলক ডকুমেন্টেশন এবং ভিসা আবেদনের সিদ্ধান্ত সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট সরকারের বিবেচনার উপর নির্ভর করে। প্রক্রিয়াকরণের সময়ও তাদের নিয়ন্ত্রণ রয়েছে।
এসব ক্ষেত্রে ভিএফএস গ্লোবালের কোনো ভূমিকা নেই বলেও বিবৃতিতে জানানো হয়।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে এক বছরে ভিসা আবেদন বেড়েছে দিগুণ: ভিএফএস গ্লোবাল
ভিসা অ্যাপয়েন্টমেন্ট বিনামূল্যে এবং আগে আসলে আগে পাওয়ার ভিত্তিতে শুধুমাত্র www.vfsglobal.com ওয়েবসাইটে পাওয়া যায়।
মহামারির পরে কাজের ভিসাসহ ভিসা ক্যাটাগরিতে অ্যাপয়েন্টমেন্টের প্রাপ্যতা সীমিত দেখা গেছে।
এ বিষয়ে ভিএফএস গ্লোবাল জানিয়েছে, গ্রে অপারেটর / কালোবাজারিরা পরিস্থিতির অপব্যবহার করছে এবং অর্থের বিনিময়ে ভিসা অ্যাপয়েন্টমেন্টের প্রতিশ্রুতি দিচ্ছে।
আরও পড়ুন: বাংলাদেশসহ ১৪২ দেশে যুক্তরাজ্যের ভিসা সেবা দেবে ভিএফএস গ্লোবাল