গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল পোশাক কারখানা শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
বুধবার (১৩ নভেম্বর) শ্রমিকরা প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করলে এই যানজটের সৃষ্টি হয়।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, আজ বুধবার সকাল ৯টার দিকে টঙ্গীর গাজীপুর এলাকার তারাটেক্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা তাদের গত মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানা থেকে বের হয়ে মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে।
খবর পেয়ে সেনাবাহিনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ওই কারখানায় প্রায় দুই হাজার শ্রমিক কর্মরত।
আরও পড়ুন: বেতন পরিশোধের আশ্বাসে গাজীপুরে শ্রমিকদের অবরোধ প্রত্যাহার