টানা বৃষ্টিতে গাজীপুর নগরীর বিভিন্ন স্থানে পানি জমে ও ড্রেন উপচে গিয়ে জনভোগান্তির সৃষ্টি হয়েছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন পয়েন্টে পানি জমে থাকায় যানজট লেগে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। মহাসড়কের ভোগড়া বাইপাস মোড় পানিতে তলিয়ে থাকায় সেখানেও ভোগান্তিতে পড়েছে মানুষ।
জেলা শহরের প্রধান বাজার জয়দেবপুর বাজার ও বাসস্ট্যান্ড সড়ক গত রাত থেকেই পানির নিচে ডুবে আছে। অনেক দোকানপাটেও পানি ঢুকে মালামালের ক্ষতি হয়েছে। দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী ও ছুটির দিনের সাধারণ ক্রেতারা।
তারা বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের মতো ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই দুর্ভোগে পড়েছেন মানুষ।
আরও পড়ুন: নাটোর শহরে অব্যাহত ভারী বর্ষণে অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা, ভোগান্তিতে সাধারণ মানুষ