টানা বৃষ্টিপাতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। ফলে শহরে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, জেলা শহরের শুক্রবার ভোর ৪টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়। সকাল ১০টার দিকে শহরের মাস্টার, মুসলিম এবং নিউ মুসলিম কোয়ার্টার, রাজনগর, ইনাতাবাদ, পুরান মুন্সেফী, পরাণ বাজার বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট ডুবে যায়। এসব এলাকার বেশ কিছু বাসা বাড়ি দোকানপাটে পানি প্রবেশ করায় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোণায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে
এদিকে জেলা প্রশাসকের বাসভবন, সার্কিট হাউজ, পানি উন্নয়ন বোর্ডসহ কয়েকটি সরকারি স্থাপনায় পানিতে থৈথৈ করছে।
ভুক্তভোগীদের অভিযোগ, পুরনো খোয়াই নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ না করা এবং খনন না করায় শহরের পানি নিষ্কাশন হচ্ছে না। এতে করে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। যদিও পৌরসভা গত অর্থবছরে বিপুল অর্থ ব্যয়ে শহরের প্রধান সড়কের পাশে উচু ড্রেন নির্মাণ করেছে। কিন্তু নিষ্কাশনের পথ বন্ধ থাকায় এর কোনো সুফল পাওয়া যাচ্ছে না।