পর্যটনের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য টোয়াব ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যাওয়ার্ড (টিটা) বিভিন্ন ক্যাটাগরিতে ২০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
বুধবার রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটন ঢাকায় এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের পর্যটন শিল্পের শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) আয়োজনে এই সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও টোয়াবের প্রতিষ্ঠাতা সদস্য ও টোয়াবের প্রতিষ্ঠায় অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
এ সময় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামানিক। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টোয়াবের সভাপতি শিবলুল আজম কোরেশী।
আরও পড়ুন: পর্যটনখাতে অবদানের স্বীকৃতি স্বরূপ টোয়াবের ‘টিটা অ্যাওয়ার্ড’
এ সময় ফারুক খান বলেন, পর্যটন শিল্পের সঙ্গে জড়িতদের জন্য তাদের কাজের মূল্যায়নের জন্য অ্যাওয়ার্ড প্রদান করা খুবই গুরুত্বপূর্ণ। আজকে থেকে টোয়াব যে অ্যাওয়ার্ড চালু করল তা এ সেক্টরের সঙ্গে সংশ্লিষ্টদের কর্মপ্রেরণা জোগাবে বলে আমি বিশ্বাস করি।
তিনি আরও বলেন, এর ধারাবাহিকতা থাকলে ভবিষ্যতে এ সেক্টরে আরও ভালো কিছু আমরা দেখাব। এ ধরনের সম্মাননা কাজের গতি বাড়িয়ে দেয়।
অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, সরকারি-বেসরকারি পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্টের উচ্চপদস্থ কর্মকর্তা, ট্যুরিজম স্টেকহোল্ডার, টোয়াবে সম্মানিত উপদেস্টা ও পরিচালক, টোয়াবের সদস্য, অ্যাওয়ার্ড অনুষ্ঠানের স্পন্সর ও পার্টনার, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক এবং অ্যাওয়ার্ড পরিচালনা কমিটির সব সদস্যরা উপস্থিত ছিলেন।