ঠাকুরগাঁওয়ে সার সরবরাহ নিশ্চিত করার দাবিতে খুচরা সার বিক্রেতা ও আলু চাষিরা মানববন্ধন করেছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে জেলার বালিয়াডাঙ্গী চৌরাস্তায় ‘খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে কৃষকরা তীব্র সার সংকটের কারণে সময়মতো জমিতে আলু রোপণ করতে না পারার অভিযোগ করেন। পকেটে টাকা থাকলেও ডিলারদের কাছ থেকে সার না পেয়ে দিনভর ঘুরতে হচ্ছে চাষিদের।
মানববন্ধনে কৃষক সেকেন্দার আলী বলেন, ‘আলুচাষিরা সময়মতো আলু রোপণ করলে বাজারে বিক্রি করে লাভ করতে পারতেন। কিন্তু ডিলাররা মাসে মাত্র এক দিন সার দেওয়ার কথা বলছে। এই অবস্থায় আমরা কোথা থেকে সার পাবো?’
পাড়িয়া গ্রামের কৃষক আমিনুর রহমান বলেন, ‘সারের জন্য ঘুরতে ঘুরতে আমাদের প্রতিটি ফসল পিছিয়ে যাচ্ছে এবং ফলন কমছে। কৃষকদের কথা ভাবার কেউ নেই।’
খুচরা সার ডিলার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বালিয়াডাঙ্গী উপজেলার সভাপতি সাবুল ইসলাম বলেন, ‘২০২৩ সালের প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিআইসি ডিলারদের বরাদ্দকৃত সারের ৬০ শতাংশ খুচরা বিক্রেতাদের দিতে হবে। এটি বাস্তবায়ন হলে সার সংকট থাকবে না এবং কৃষকরা সহজেই সারের ব্যবস্থা করতে পারবেন।’
মানববন্ধনে সাংবাদিক হারুন অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী, খুচরা সার বিক্রেতা হাসান আলীসহ সার সংকটে ভুক্তভোগী কৃষকরা বক্তব্য রাখেন এবং অবিলম্বে সারের সুষ্ঠু বণ্টন ও সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানান।