রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পৃথক অভিযানে ৫৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করে ডিবি ও স্থানীয় থানা পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪৫ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫৯ গ্রাম হেরোইন, ৯৮ দশমিক ৬৭৫ গ্রাম গাঁজা এবং ৭৮ বোতল ফেনসিডিল উদ্ধারের দাবি করেছে ডিএমপি।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে স্থানীয় থানায় ৪০টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: ২১ ফেব্রুয়ারি সন্ত্রাসী হামলার কোনো সম্ভাবনা নেই: ডিএমপি কমিশনার